কার্যালয়ঃ রিয়াদ মঞ্জিল, আদর্শ পাড়া, ৬নং ওয়ার্ড, চরফ্যাশন, ভোলা

আমাদের প্রকল্প

ভরসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর নির্ভরযোগ্য

  • প্রকল্প সমুহঃ

১. দৈনিক ও সাপ্তাহিক সঞ্চয় প্রকল্প।

২. মাসিক সঞ্চয় জমা (DPS) প্রকল্প।

৩. স্থায়ী সঞ্চয় জমা (FDR) প্রকল্প।

৪. শিক্ষার্থী হিসাব।

৫. স্বাস্থ্য সঞ্চয় প্রকল্প।

৬. হজ্জ আমানত প্রকল্প।

৭. ৬ বছর মেয়াদী মূলধনের দিগুণ মুনাফা প্রকল্প।

৮. পেনশন জমা প্রকল্প।

৯. উদ্যোক্তা ঋণ (দৈনিক) প্রকল্প।

১০. দারিদ্র বিমোচন ঋণ (সাপ্তাহিক) প্রকল্প।




বিস্তারিত 

 

সদস্য ভর্তির নিয়মাবলী

ভরসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর যেকোন প্রকল্পে ভর্তি হতে হলে সদস‍্যকে প্রাপ্তবয়স্ক হতে হবে। ১৮ বছরের নিচে কোন সদস্য ভর্তি হতে চাইলে অভিভাবকের অনুমতি ক্রমে ভর্তি হতে পারবে।

 

ভর্তির জন্য যা যা প্রয়োজন:-

  • NID কার্ডের ফটোকপি (২টি)।

  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি (৩টি)।

  • নমিনির NID অথবা জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি (২টি) ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি (২টি)।

  • সচল মোবাইল নাম্বার থাকতে হবে,যে নম্বরে সদস্যের প্রতিটি লেনদেনের মেসেজ যাবে।

  • যেকোনো প্রকল্পে সদস্য ভর্তি ফি ১০০/- টাকা (অফেরতযোগ‍্য)। 

 

সাধারণ সঞ্চয়(দৈনিক)নিয়মাবলী

  • সদস্য / সদস্যা " ভরসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ " সদস্য পদ গ্রহণ করার পর ১০০ টাকা মূল্যের ১ টি শেয়ার সঞ্চয় ক্রয় করবেন। এরপর সদস্য তার চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রকল্পে সঞ্চয় জমা করতে পারবেন।

  • সদস্য তার প্রয়োজন অনুযায়ী যেকোনো পরিমাণ জমা সমিতিতে জমা করতে পারবেন। সর্বনিম্ন ২০ টাকা পযর্ন্ত দৈনিক জমা করতে পারবেন।

  • দৈনিক সদস্য/সদস্যার কমপক্ষে এক বছর নিয়মিত সঞ্চয়ে ৭% হারে ব্যাংকের নিয়ম অনুযায়ী প্রতি অর্থবছরের ৩০ জুন মুনাফা প্রদান করা হবে।

  • কোন সদস্য এক বছরের আগে তার সদস্যপদ প্রত্যাহার করলে তিনি কোন ধরনের মুনাফা পাবেন না অথবা মুনাফার জন্য দাবি করতে পারবেন না।

  • সদস্য/সদস্যা যদি সমিতিতে সদস্য থাকাকালীন মৃত্যু বরণ করেন তাহলে কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে তার সঠিক নমিনির হাতে তার সঞ্চিত টাকা ফেরত দিবেন।

  • যদি কোন সঞ্চয়ী সদস্য তার সদস্যপদ বাতিল করতে চান তাহলে অনলাইন একাউন্ট মেনটেনেন্স বাবদ ১০০/- টাকা কর্তন করা হবে।

  • কোন সঞ্চয়ী সদস্যের টাকা উত্তোলনের প্রয়োজন হলে তাহার চাহিদাকৃত সমস্ত টাকা উত্তোলন করতে পারবেন।

 

বিশেষ দ্রষ্টব্য

  • সঞ্চয়ী সদস্য ভরসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর সকল নিয়ম কানুন মানতে বাধ্য থাকবেন।

  • সমিতির নিয়মকানুনে অসংগতি মনে হলে কর্তৃপক্ষে অবহিত করবেন। অথবা আপনার অভিযোগ E-mail করতে পারেন।vorosamultipurpoeinfo@gmail.com


মাসিক জমা (DPS)

সমিতির সকল সদস্য মাসিক সঞ্চয়(DPS)প্রকল্পের যেকোনো স্কিমে তাদের হিসাব খুলতে পারবেন। আমাদের মাসিক জমা(DPS) স্কিম  বিভিন্ন মেয়াদে রয়েছে।

                    ১ বছর মেয়াদী

মাসিক জমার পরিমাণ 

মোট জমা টাকা

মুনাফাসহ প্রাপ্তি

      (১০%)

৫০০ টাকা

৬০০০ টাকা

৬৬০০ টাকা

০০০ টাকা

১২০০০ টাকা

১৩২০০ টাকা

০০০ টাকা

২৪০০০ টাকা

২৬৪০০ টাকা

০০০ টাকা

৩৬০০০ টাকা

৩৯৬০০ টাকা

৪০০০ টাকা

৪৮০০০ টাকা

৫২৮০০ টাকা

০০০ টাকা

৬০০০০ টাকা

৬৬০০০ টাকা

 

                     ২ বছর মেয়াদী

মাসিক জমার পরিমাণ 

মোট জমা (২৪ মাস)

মুনাফা সহ প্রাপ্তি ১৭%

৫০০ টাকা

১২০০০ টাকা

১৪০৪০ টাকা 

০০০ টাকা

২৪০০০ টাকা 

২৮০৮০ টাকা 

০০০ টাকা

৪৮০০০ টাকা 

৫৬১৬০ টাকা 

০০০ টাকা

৭২০০০ টাকা 

৮৪২৪০ টাকা 

৪০০০ টাকা

৯৬০০০ টাকা 

১১২৩২০ টাকা 

০০০ টাকা

১২০০০০ টাকা 

১৪০৪০০ টাকা 

 

                ৩ বছর মেয়াদী

মাসিক জমার পরিমাণ 

মোট জমা(৩৬ মাস)

মুনাফা সহ প্রাপ্তি ২৮%

৫০০ টাকা

১৮০০০ টাকা 

২৩০৪০ টাকা 

০০০ টাকা

৩৬০০০ টাকা 

৪৬০৮০ টাকা 

০০০ টাকা

৭২০০০ টাকা 

৯২১৬০ টাকা 

০০০ টাকা

১০৮০০০ টাকা 

১৩৮২৪০ টাকা 

৪০০০ টাকা

১৪৪০০০ টাকা 

১৮৪৩২০ টাকা 

০০০ টাকা

১৮০০০০ টাকা 

২৩০৪০০ টাকা 

 

             ৫ বছর মেয়াদী

মাসিক জমার পরিমাণ 

মোট জমা(৬০ মাস)

মুনাফা সহ প্রাপ্তি ৫০%

৫০০ টাকা

৩০০০০ টাকা 

৪৫০০০ টাকা 

০০০ টাকা

৬০০০০ টাকা 

৯০০০০ টাকা 

০০০ টাকা

১২০০০০ টাকা 

১৮০০০০ টাকা 

০০০ টাকা

১৮০০০০ টাকা 

২৭০০০০ টাকা 

৪০০০ টাকা

২৪০০০০ টাকা 

৩৬০০০০ টাকা 

০০০ টাকা

৩০০০০০ টাকা 

৪৫০০০০ টাকা 

 

             ৮ বছর মেয়াদী

মাসিক জমার পরিমাণ 

মোট জমা(৩৬ মাস)

মুনাফা সহ প্রাপ্তি ১০০%

৫০০ টাকা

৪৮০০০ টাকা 

৯৬০০০ টাকা 

০০০ টাকা

৯৬০০০ টাকা 

১৯২০০০ টাকা 

০০০ টাকা

১৯২০০০ টাকা 

৩৮৪০০০ টাকা 

০০০ টাকা

২৮৮০০০ টাকা 

৫৭৬০০০ টাকা 

৪০০০ টাকা

৩৮৪০০০ টাকা 

৭৬৮০০০ টাকা 

০০০ টাকা

৪৮০০০০ টাকা 

 ৯৬০০০০ টাকা 

বিশেষ দ্রষ্টব্য

  • মাসিক জমা( DPS) মেয়াদকাল সময়ের আগে ক্লোজ করতে চাইলে "ভরসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ'' কর্তৃপক্ষকে ৭ দিন আগে অবহিত করতে হবে।

  • মেয়াদের আগে  DPS ক্লোজ করলে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সদস্যকে মুনাফা প্রদান করা হবে।

  • DPS হিসাব খোলার জন্য ১০০/- টাকা  ফি দিতে হবে (অফেরৎযোগ্য)

  • DPS চলাকালীন DPS হিসাব থেকে  সদস্য টাকা উত্তোলন করতে পারবেন না। তবে DPS এর জমানো টাকার ৬০ শতাংশ পযর্ন্ত  ঋণ আকারে গ্রহণ করতে পারবেন।(শর্ত প্রযোজ্য)

  • মাসিক জমা(DPS) প্রতিমাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে জমা দিতে হবে এবং চলিত মাসের জমা চলিত মাসে দিতে হবে, সদস্য চাইলে অগ্রিম মাসের টাকা বা সম্পন্ন  স্কিমের টাকা একসাথে জমা দিতে পারবেন।

সমিতির কর্তৃপক্ষ সব সময় স্কীমে উল্লেখিত মুনাফা প্রদানের হার পরিবর্তনের ক্ষমতা রাখেন।

 

আমানত বিনিয়োগ(এফডিআর) প্রকল্প

আপনার কষ্টে উপার্জিত টাকা অলস ভাবে ফেলে না রেখে "ভরসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ" এ বিনিয়োগ করতে পারেন! আমাদের বিভিন্ন বিনিয়োগের স্কিম রয়েছে  যেগুলোতে বিনিয়োগ করে আপনি মাসিক অথবা বাৎসরিক মুনাফা লাভ করতে পারেন। স্কিম গুলো নিম্নে টেবিলে উল্লেখ করা হলোঃ-

FDR সংক্রান্ত তথ্যাবলী

                      ১ বছর মেয়াদী

টাকার পরিমাণ

মাসিক মুনাফা

বাৎসরিক মুনাফা

৫০ হাজার

৭৫০ টাকা

৯০০০ টাকা

১ লাখ

১৫০০ টাকা

১৮০০০ টাকা

২ লাখ

৩০০০ টাকা

৩৬০০০ টাকা

৩ লাখ

৪৫০০ টাকা

৫৪০০০ টাকা

৪ লাখ

৬০০০ টাকা

৭২০০০ টাকা

৫ লাখ

৭৫০০ টাকা

৯০০০০ টাকা

 

বিশেষ দ্রষ্টব্য

  • ১ বছর মেয়াদী FDR ক্লোজ করতে চাইলে উক্ত সদস্য ৩ মাস আগে "ভরসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ" কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

  • FDR আমানত থেকে টাকা উত্তোলন করতে পারবেন না।

  • FDR এর মুনাফা প্রতিমাসের ১০ তারিখ প্রদান করা হবে।

  • সদস্য FDR বিনিয়োগের জন্য ইচ্ছে পোষণ করলে সদস্য এবং সমিতির সাথে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি পত্র সাক্ষরির হবে। উক্তি চুক্তি নামায় বিস্তারিত সব লিপিবদ্ধ থাকবে। 

  • উল্লেখ্য, ৩ বছর মেয়াদী FDR স্কীম মেয়াদ পূর্তির আগে ক্লোজ করা যাবে না কিন্তু সদস্য চাইলে তাহার  আত্মীয়-স্বজন/ বন্ধু- বান্ধবদের কাছে সদস্যের নাম পরিবর্তন করে FDR হস্তান্তর করতে পারবেন। সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী করতে হবে।

  • সদস্য অতি জরুরী প্রয়োজনে তার বিনিয়োগকৃত মূলধনের সর্বোচ্চ ৬০% পযর্ন্ত অর্থ ঋণের মাধ্যমে গ্রহণ করতে পারবেন। সেই ক্ষেত্রে সমিতির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। 

সমিতির কর্তৃপক্ষ সব সময় স্কীমে উল্লেখিত মুনাফা প্রদানের হার পরিবর্তনের ক্ষমতা রাখেন।

 

    স্টুডেন্ট একাউন্ট 

 

 

প্রিয় ছাত্র/ছাত্রী বৃন্দ ভরসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ  তোমাদের জন্য স্টুডেন্ট একাউন্ট হিসাব খোলার ব্যবস্থা করে দিয়েছে। তোমাদের বয়স যদি ১৮ না হয় তাহলে তোমরা তোমাদের পিতা/মাতার আদেশ এবং অনুমতিক্রমে আমাদের সমিতিতে সদস্য হতে পারবে। তোমাদের জন্য মেধা ভিত্তিক বৃত্তির সু-ব্যবস্থা রয়েছে। এছাড়া তোমাদের জন্য আরো সুযোগ সুবিধা রয়েছে। 

 

স্বাস্থ্য সঞ্চয় প্রকল্প 

আমরা যেহেতু মানুষ আমাদের অসুখ-বিসুখ রোগবালাই হবেই। আমরা কখনো আমাদের স্বাস্থ্যের জন্য টাকা সঞ্চয় করি না! “ভরসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ" আপনাদের জন্য নিয়ে এসেছে 'স্বাস্থ্য সঞ্চয় প্রকল্প' এ প্রকল্পে আপনি সদস্য হয়ে আপনার স্বাস্থ্যের জন্য দৈনিক/সাপ্তাহিক/মাসিক ভিত্তিতে টাকা সঞ্চয় করতে পারেন। আল্লাহ না করুক আপনার বড় ধরনের শারীরিক সমস্যা হলে এই সঞ্চিত টাকা বিপদের সময় আপনার বন্ধু হয়ে পাশে দাঁড়াবে। আমাদের স্কিম গুলো নিম্নে দেওয়া হলঃ-"স্বাস্থ্য সকল সুখের মূল" 

                       ২ বছর মেয়াদী 

মাসিক জমার পরিমাণ 

মোট জমা (২৪ মাস)

মুনাফাসহ প্রাপ্তি(১০%)

২০০ টাকা 

৪৮০০ টাকা 

৫২৮০ টাকা

৪০০ টাকা 

৯৬০০ টাকা

১০৫৬০ টাকা

৬০০ টাকা 

১৪৪০০ টাকা

১৫৮৪০ টাকা

৮০০ টাকা 

১৯২০০ টাকা

২১১২০ টাকা

১০০০ টাকা 

২৪০০০ টাকা

২৬৪০০ টাকা

 

বিশেষ দ্রষ্টব্য

▪ মেয়াদের আগে 'স্বাস্থ্য সঞ্চয়' জমা ক্লোজ করতে চাইলে ৭ দিন আগে "ভরসা মাল্টিপারপাস" কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

▪ সদস্য যদি হাসপাতালে ভর্তি থাকেন সেই ক্ষেত্রে সময় শিথিলযোগ্য। 

▪ সদস্য চুক্তির মেয়াদের আগে টাকা উত্তোলন করতে পারবেন না। তবে সদস্য যদি হাসপাতালে ভর্তি থাকেন সেই ক্ষেত্রে "ভরসা মাল্টিপারপাস" কর্তৃপক্ষ বিবেচনা করে সদস্যের চাহিদাকৃত টাকা উত্তোলন দিতে বাধিত থাকিবেন।




৬ বছর মেয়াদী মূলধনে দ্বিগুন মুনাফা অর্জন প্রকল্প 

 

"ভরসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ" এ' স্থায়ী আমানত প্রকল্পে' ৬ বছরের জন্য আপনার মূলধন বিনিয়োগ করে আপনি মূলধনের দ্বিগুণ মুনাফা অর্জন করতে পারেন। বিস্তারিত নিচের টেবিলে 

 

টাকার পরিমাণ 

মেয়াদকাল স্থায়ী

মেয়াদ শেষে মূলধন + মুনাফা 

৫০ হাজার 

৬ বছর 

১ লাখ

১ লাখ

৬ বছর 

২ লাখ

২ লাখ

৬ বছর 

৪ লাখ

৩ লাখ

৬ বছর 

৬ লাখ

৪ লাখ

৬ বছর 

৮ লাখ

৫ লাখ 

৬ বছর 

১০ লাখ 

 

বিশেষ দ্রষ্টব্য

  • '৬ বছর মেয়াদী মূলধনে দ্বিগুন মুনাফা অর্জন প্রকল্প' সদস্য বিনিয়োগের জন্য ইচ্ছে পোষণ করলে সদস্য এবং সমিতির সাথে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি পত্র সাক্ষরির হবে। উক্তি চুক্তি নামায় বিস্তারিত সব লিপিবদ্ধ থাকবে। 

  • '৬ বছরের স্থায়ী আমানত' মেয়াদকাল সময়ের আগে ক্লোজিং করতে চাইলে সমিতির  কর্তৃপক্ষকে ৩ মাস আগে লিখিত ভাবে আবেদন করতে হবে। 

  • উল্লেখ্য, মেয়াদের আগে স্কীম ক্লোজ করা হলে প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী সদস্যকে মুনাফা প্রদান করা হবে। 

  • স্থায়ী আমানত বিনিয়োগের মুনাফা সদস্য মেয়াদ পূর্তির আগে উত্তোলন করতে পারবেন না। মূলধন + মুনাফা মেয়াদ পূর্তি হওয়ার পর উত্তোলন করতে পার‍বেন।

  • সদস্য অতি জরুরী প্রয়োজনে তার বিনিয়োগকৃত মূলধনের সর্বোচ্চ ৬০% পযর্ন্ত অর্থ ঋণের মাধ্যমে গ্রহণ করতে পারবেন। সেই ক্ষেত্রে সমিতির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। 

 

সমিতির কর্তৃপক্ষ সব সময় স্কীমে উল্লেখিত মুনাফা প্রদানের হার পরিবর্তনের ক্ষমতা রাখেন। 

হজ্জ্ব সঞ্চয় প্রকল্প 

মুসলিম নর-নারী হিসেবে আমাদের প্রত্যেকের হজ্জ্ব করার আশা আকাঙ্ক্ষা থাকে। আমাদের সমিতির হজ্জ্ব সঞ্চয় প্রকল্পে মাসিক সঞ্চয় করে আপনার কাঙ্খিত আশা পূরণ করতে পারেন। স্কীম নিচের টেবিলে উল্লেখ করা হল:

৩ বছর মেয়াদ(৩৬ মাস)

মাসিক জমার  পরিমাণ

 

মোট জমা

 

মেয়াদ শেষে মুনাফাসহ প্রাপ্তি(১২%)

৫ হাজার টাকা

১ লাখ ৮০ হাজার টাকা

২ লাখ ১ হাজার ৬ শত টাকা

১০ হাজার টাকা

৩ লাখ ৬০ হাজার

৪ লাখ ৩ হাজার ২ শত টাকা

 

বিশেষ দ্রষ্টব্য

 

  • হজ্জ্ব সঞ্চয়ের মাসিক জমা চলিত মাসের ১-১০ তারিখের মধ্যে জমা দিতে হবে। 

  • 'হজ্জ্ব সঞ্চয় প্রকল্প' মেয়াদকাল সময়ের আগে ক্লোজিং করতে চাইলে সমিতির কর্তৃপক্ষকে ৩ মাস আগে লিখিত ভাবে আবেদন করতে হবে। 

  • উল্লেখ্য, মেয়াদের আগে স্কীম ক্লোজ করা হলে প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী সদস্যকে মুনাফা প্রদান করা হবে। 

  • সদস্য অতি জরুরী প্রয়োজনে তার জমাকৃত মূলধনের সর্বোচ্চ ৬০% পযর্ন্ত অর্থ ঋণের মাধ্যমে গ্রহণ করতে পারবেন। সেই ক্ষেত্রে সমিতির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। 

 

সমিতির কর্তৃপক্ষ সব সময় স্কীমে উল্লেখিত মুনাফা প্রদানের হার পরিবর্তনের ক্ষমতা রাখেন।

 

পেনশন জমা প্রকল্প 

আপনার সারাজীবনের কষ্টে উপার্জিত টাকা "ভরসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ" এর পেনশন জমা প্রকল্পে বিনিয়োগ করে মাসিক মুনাফা লাভ করতে পারেন। স্কীম সমূহ নিচের টেবিলে দেওয়া হল:- 

                        ৩ বছর

টাকার পরিমাণ 

মাসিক মুনাফা 

৫০ হাজার 

১ হাজার 

১ লাখ

২ হাজার 

২ লাখ

৪ হাজার 

৩ লাখ

৬ হাজার 

৪ লাখ 

৮ হাজার 

৫ লাখ

১০ হাজার 

 

                        ৫ বছর

টাকা পরিমাণ 

মাসিক মুনাফা 

৫০ হাজার

১৫০০ টাকা 

১ লাখ

৩ হাজার 

২ হাজার 

৬ হাজার 

৩ লাখ

৯ হাজার 

৪ লাখ

১২ হাজার 

৫ লাখ 

১৫ হাজার 

 

 

বিশেষ দ্রষ্টব্য

 

  • 'পেনশন জমা প্রকল্পে' সদস্য বিনিয়োগের জন্য ইচ্ছে পোষণ করলে সদস্য এবং সমিতির সাথে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি পত্র সাক্ষরির হবে। উক্তি চুক্তি নামায় বিস্তারিত সব লিপিবদ্ধ থাকবে। 

  • 'পেনশন জমা প্রকল্প' সদস্যের বয়স ৫৫ বছরের অধিক হতে হবে। 

  • সন্মানিত সদস্য যে প্রতিষ্ঠান থেকে অবসরপ্রাপ্ত হয়েছেন তার প্রমাণ পত্র দাখিল করতে হবে। 

  • '৩ বছর মেয়াদী পেনশন জমা প্রকল্প' মেয়াদকাল সময়ের আগে ক্লোজিং করতে চাইলে সমিতির কর্তৃপক্ষকে ৩ মাস আগে লিখিত ভাবে আবেদন করতে হবে। 

  • উল্লেখ্য, ৫ বছর মেয়াদী স্কীম মেয়াদ পূর্তির আগে ক্লোজ করা যাবে না কিন্তু সদস্য চাইলে তাহার  আত্মীয়-স্বজন/ বন্ধু- বান্ধবদের কাছে সদস্যের নাম পরিবর্তন করে হস্তান্তর করতে পারবেন। সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী করতে হবে।

  • সদস্য অতি জরুরী প্রয়োজনে তার বিনিয়োগকৃত মূলধনের সর্বোচ্চ ৬০% পযর্ন্ত অর্থ ঋণের মাধ্যমে গ্রহণ করতে পারবেন। সেই ক্ষেত্রে সমিতির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। 

 

সমিতির কর্তৃপক্ষ সব সময় স্কীমে উল্লেখিত মুনাফা প্রদানের হার পরিবর্তনের ক্ষমতা রাখেন।

 

               অন‍্যান‍্য প্রস্তাবিত প্রকল্প সমূহ

গৃহনির্মাণ/ আবাসন প্রকল্প

 

কুটি শিল্প  প্রকল্প

 

স্বাস্থ্য সেবা প্রকল্প

 

ডেইরীমৎস্য ও পোল্ট্রি ফার্ম প্রকল্প

পরিবহন ব‍্যবসা প্রকল্প

 

প্রাথমিক গণশিক্ষা প্রকল্প

 

রেডিমেট গার্মেন্টস

দুগ্ধজাত পন্য বিক্রয় প্রকল্প

সদস্যদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ প্রকল্প

 কিস্তিতে পন্য বিক্রয় প্রকল্প

 

                        ক্ষুদ্র প্রকল্প ঋণ

 

"ভরসা মাল্টিপারপাস ক-অপারেটিভ সোসাইটি লিঃ" এর ক্ষুদ্র ঋণ হচ্ছে উদ্যোক্তা ঋণ বা দৈনিক ঋণ।

উদ্যোক্তা ঋণ বলতে যাদের দোকান রয়েছে বা ছোট শিল্প উদ্যোক্তা তাদেরকে বোঝানো হয়েছে।

 

             উদ্যোক্তা ঋণ (দৈনিক ঋণ নীতিমালা)

 

উদ্যেক্তা (দৈনিক) ঋণের জন্য আবেদন করি সদস্য সমিতির সদস্য হতে হবে এবং নির্দিষ্ট স্থানে দোকান করেন এমন সদস্য হতে হবে।ভাসমান বা মৌসুমী ব্যবসায়ী উদ্যোক্তা ঋণ গ্রহণ করতে পারবেন না।

 

উদ্যোক্তাগণ সমিতিতে সদস্য হওয়ার ২১ দিন পর ঋণের জন্য আবেদন করতে পারবেন। এই ২১ দিন সদস্য নিয়মিত সঞ্চয় চালিয়ে যাবে।

উদ্যোক্তার অনুমোদিত ঋণের ১২% সাধারণ সঞ্চয়ে এবং ৪০ শতাংশ শেয়ার সঞ্চয়ে নগদ অর্থ জমা থাকতে হবে।

 

উদ্যোক্তা ঋণ চলাকালীন উক্ত সদস্য তার সাধারণ  সঞ্চয় একাউন্ট  এবং শেয়ার সঞ্চয় একাউন্ট  থেকে টাকা উত্তোলন করতে পারবেন না।

ঋণগ্রহীতা সদস্য ঋণ চলাকালীন জমাকৃত সঞ্চয় এর টাকা দিয়ে ঋণ সমন্বয়ে করতে পারবেন না। যদিও ঋণ সমন্বয়ে করার জন্য আবেদন করেন, তিনি পরবর্তীতে আর উদ্যোক্তা ঋণ গ্রহণ করতে পারবেন না।

 

ঋণের সিলিং হবে ১১০ কিস্তি এবং সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন কিস্তি পরিশোধ করতে হবে।

ঋণ গ্রহীতা গ্রহণকারী ঋণের ১০০ কিস্তি পরিশোধ করার পর পরবর্তী ঋণের জন্য আবেদন করতে পারবেন।

 

ঋণের সিলিংএর নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করতে ব‍্যর্থ হলে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী জরিমানা করা হবে।

 

 

             উদ্যোক্তা ঋণ এর শর্তাবলী

 

ঋণগ্রহীতার NID ফটোকপি(২কপি)

 

সদ‍্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি(২কপি)

 

 

জামিনদারের NID ফটোকপি (১টি) এবং সদ‍্যতোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি(১টি)

জামিনদার অবশ্যই সমিতির সদস্য হতে হবে।

 

ঋণগ্রহীতার নামে  ট্রেড লাইসেন্স, দোকান এগ্রিমেন্ট ফটোকপি (১টি)

এবং তফসিল ব‍্যাংকের সাক্ষর যুক্ত ব্লাংক চেক ১ টি।

 

ঋণগ্রহীতার স্বামী-স্ত্রী অথবা অন্য অভিভাবকে জয়েন্ট ছবি(২টি)

 

রক্তের সম্পর্ক রয়েছে এমন ২ জন অভিভাবকের পরিচয় পত্র এবং সচল মোবাইল নম্বর।

দোকান গৃহের মালিকের সুপারিশ এবং সম্মতি।

সদস্য লগইন

সর্বশেষ আর্টিকেল